সকালে গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা (Congress Leader) ও আইনজীবী কৌস্তভ বাগচীকে (Koustav Bagchi)। কিন্তু ধোপে টিকল না পুলিশের সওয়াল, বিকেলেই জামিন পেলেন কৌস্তভ। গ্রেফতারির সাড়ে ৮ঘণ্টার মধ্যেই কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর জামিন। আর জামিনের পরই মাথা ন্যাড়া করা শুরু করেন তিনি। রাস্তায় বসেই চুল কামাতে শুরু করেন আইনজীবী ও কংগ্রেস নেতা। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে।