Dilip Ghosh : মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা নেই, কেন এমন বললেন দিলীপ – BTVNews24


বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ( Kaustav Bagchi )। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh )  কটাক্ষ, ‘ মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা নেই ‘ 

কৌস্তভের দাবি , তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে এক তৃণমূল কর্মী জানান। এরপর সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ই-মেল করে নিরাপত্তা চান কৌস্তভ। কংগ্রেস নেতার দাবি, রাতে তাঁর ব্যারাকপুরের  বাড়ির সামনে ঘুরে যায় পুলিশ। 

কৌস্তভ বাগচী তো বিরোধিতা করে টার্গেট, তাই কৌস্তভ বা আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকবেই। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, ‘গোটাটাই নাটক। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলে পেয়ে যাবেন কৌস্তভ।’

 



Source link

Leave a Comment