শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বকেয়া ডিএ-র ইস্যুতে ধর্মঘটীদের আগেই হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। এবার আরও একধাপ এগিয়ে হুমকি দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতির।’ধর্মঘটে সামিল হলে সরকার যেমন ব্যবস্থা নেবে, তেমনিই দলও ব্যবস্থা নেবে। দলের ব্যবস্থা আরও কড়াকড়ি হবে’, হুমকি দিনহাটা শহর তৃণমূল ব্লক সভাপতি বিশু ধরের।
বকেয়া ডিএ-র (DA) দাবিতে কাল কর্মীদের ধর্মঘটের ডাকের ইস্যুতে এবার কড়া রাজ্য সরকার (WB Govt)। গরহাজিরায় ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। ‘উপযুক্ত কারণ ছাড়া গরহাজিরায় কাটবে একদিনের বেতন, বাদ যাবে চাকরিজীবনের একদিন’, বিজ্ঞপ্তি জারি করে ‘ব্রেক ইন সার্ভিসের’ কথাও উল্লেখ করল অর্থ দফতর। উপযুক্ত কারণ ছাড়া গরহাজিরায় কড়া নির্দেশিকা জারি কলকাতা পুরসভারও (KMC)।
উল্লেখ্য, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক হবে ৩২ শতাংশ। এতে, একদমই খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রতিবাদে কলকাতায় মিছিল করেন তাঁরা। শহিদ মিনার সংলগ্ন মাঠে মিছিল করা হয়। DA-সহ একাধিক দাবিতে, ১৭ ফেব্রুয়ারি, বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ কমিটি। এদিকে DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা।
আরও পড়ুন, ‘বিজেপি না ছাড়লে শুভেন্দুর মতই এজেন্সি থেকে দূরে থাকতেন বনি’, বিস্ফোরক দেবাংশু
গত মাসের শেষে, ২০ তারিখ পশ্চিমবঙ্গ আদালত কর্মচারি সমিতির তরফে জানানো হয়, তাঁরা হাজিরা খাতায় সই করে আন্দোলনে (Agitation) নেমেছেন। তাদের বক্তব্য, বারবার দাবি জানানো সত্বেও সরকার তাঁদের ডিএ (DA) দিচ্ছে না। হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া ডিএ-র দাবিতে সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনরত ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। আর এমনই এক আবহে ধরা পড়ে উলটপূরাণ। এই আন্দোলনে সরকারি কর্মীদের একাংশ ফল নিয়ে খুব একটা বিশ্বাসী নন। এমনটা নয় যে, তাঁরা বকেয়া ডিএ চান না। বরং এদিন হতাশই লক্ষ্য করা গেল তাঁদের কথায়। ‘কর্মবিরতি করে লাভ হবে না, ডিএ বাড়বে না’, এদিন এমনই বিতর্কিত মন্তব্য শুনতে সরকারি কর্মীদের একাংশের মুখে।