হাওড়া ঢোকার মুখে লাইনচ্যুত আমতা লোকাল, বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল -BTVNews24


রবিবার সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেলাইন আমলা লোকাল। এদিন সকাল ১০ টা নাগাদ আমতা লোকালের শেষের থেকে তিন নম্বর কামরাটি বেলাইন হয়। ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। রবিবার হওয়ায় ট্রেনে তখন যাত্রী ছিল হাতে গোনা। তবে ট্রেন বেলাইন হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। এই নিয়ে দক্ষিণ – পূর্ব রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত

রবিবার সকাল ১০টা নাগাদ হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি ৩৮৯০৮ আমতা লোকাল। প্ল্যাটফর্ম থেকে কয়েক শ’ মিটার দূরে ট্রেনটির পিছন থেকে তৃতীয় কামরাটি লাইনচ্যুত হয়। প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এর পর যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নেমে রেল লাইন ধরে হেঁটে স্টেশনে পৌঁছন।

কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন রেলের আধিকারিকরা। কামরাটিকে লাইনে তোলার তোড়জোড় শুরু হয়। কেন কামরাটি বেলাইন হল তা অবশ্য রেলের তরফে জানানো হয়নি।

গতি কম থাকায় রক্ষা

রেলের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সময় ট্রেনটি একটি জংশন পয়েন্ট পার করছিল। তখনই কোনও কারণে ট্রেনের চাকা বেলাইন হয়। রেল সূত্রে খবর, কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা জানতে কমিটি গড়তে পারেন বিভাগীয় রেল আধিকারিক। আমতা লোকাল বেলাইন হওয়ায় দক্ষিণপূর্ব রেলে ট্রেন চলাচল প্রভাবিত হচ্ছে। শেষ পাওয়া খবর অনুসারে হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে কামরাটিকে লাইনে তোলার কাজ চলছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে জানানো হয়েছে।

 



Source link

Leave a Comment