সাগরদিঘির গুঁতো? মাদ্রাসায় ১,৭২৯টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিল মন্ত্রিসভা -BTVNews24


রাজ্যে মাদ্রাসায় ১,৭২৯টি শূন্যপদে নিযোগের মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সাগরদিঘি উপ-নির্বাচনে তৃণমূলের হারের পর এই সিদ্ধান্তের পিছনে মুসলিমদের ক্ষোভ প্রশমণের চেষ্টা দেখতে পাচ্ছেন অনেকে। যদিও এব্যাপারে সরকারি দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মুসলিম অধ্যুষিত সাগরদিঘিতে বিশাল ব্যবধানে হেরেছে তৃণমূল। তার পর থেকে শাসকদলের অন্দরে উঠে এসেছে নানা তত্ত্ব। তবে শাসক শিবির সব থেকে আশঙ্কিত মুসলিম ভোট বাম – বিজেপির খাতায় যাওয়ায়। তবে কি বাংলায় মুসলিম ভোটব্যাঙ্কে তৃণমূলের একচ্ছত্র রাজত্ব শেষ হতে চলেছে? কেন রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ মুসলিমরা? একথা জানতে ফিরহাদ, সিদ্দিকুল্লা, সাবিনা, শোভনদেবকে নিয়ে কমিটি গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই সিদ্ধান্ত হল মাদ্রাসার শূন্যপদে নিয়োগের। ১,৭২৯টি শূন্যপদে নিয়োগের মঞ্জুরি দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সঙ্গে কৃষি দফতরের ১২২টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়।

বিরোধীদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের প্রায় ৩০ শতাংশ মুসলিম ভোটব্যাঙ্ক নিজের কব্জায় রাখতে মরিয়া হয়ে উঠেছেন মমতা। কিন্তু বিজেপির চাপ থাকায় সরাসরি কোনও সুবিধা তাদের দিতে পারছেন না তিনি। তাই মাদ্রাসায় শূন্যপদে নিয়োগের মতো মধ্যপন্থা নিয়েছেন মমতা। এখন দেখার এসব করে পঞ্চায়েতে মুসলিমদের মান ভাঙে কি না।

 



Source link

Leave a Comment