কলকাতা: এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিশানায় মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে লক্ষাধিক টাকা বাড়ি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
এদিকে, এদিন মুখ্যসচিবের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করায় সিভিসি-কে ট্যুইট করে ধন্যবাদ দিয়েছেন শুভেন্দু। বিনামূল্যে সরকারি বাংলো নেওয়ার পরেও এইচআরএ (বাড়ি ভাড়া) বাবদ ১৬ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আইএএস (এইচআরএ) আইন ভঙ্গের অভিযোগও করেছেন শিশির-পুত্র। যদিও এই বিষয়ে মুখ্যসচিবের প্রতিক্রিয়া মেলেনি এখনও।
I sincerely appreciate @CVCIndia for their diligence & tenacity in examining & filing my complaint against WB @chief_west Shri H. K. Dwivedi (IAS) who has drawn Rs. 16.4 lakhs as HRA while availing rent-free Govt Bungalow in gross violation of the All India Services (HRA) Rules. pic.twitter.com/kI078fPu3N
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) March 5, 2023
আরও পড়ুন, ‘অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কাড়ার আরেকটা ওষুধ আসছে’, হুঙ্কার কৌস্তভের
এর আগে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজে জবকার্ড দুর্নীতির অভিযোগে, ফের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে বিরোধী দলনেতা অভিযোগ জানিয়েছেন, ১ কোটি ১৭ লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে। বিষয়টি ক্যাগ-কে দিয়ে তদন্তের আর্জিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
ট্যুইটারে মালদার হরিশ্চন্দ্রপুরের একটি নথি তুলে ধরে, বিরোধী দলনেতা লিখেছেন, দুটি ব্লকে কীভাবে ভুয়ো জবকার্ড হোল্ডারদের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছে এটা তারই প্রমাণ। সেই সঙ্গে তিনি আরও দাবি করেছেন, গত ১০ বছরে রাজ্যে ১ কোটি ১৯ লক্ষ জাল জবকার্ডের মাধ্যমে, বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। তার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে।
সম্প্রতি, তৃণমূলে থাকাকালীন, সিপিএম বিধায়ককে কেনার দাবি করে, রাজ্য় রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে প্রশ্ন উঠছে, সেই সময়ে বাম ও কংগ্রেস ছেড়ে অন্য় যে বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারাও কি টাকার লোভেই শিবির বদলেছিলেন? দলবদলকারী বিধায়করা অবশ্য় এখন একথা মানতে নারাজ।