শুক্রবার দিল্লিযাত্রার সম্ভাবনা শেষ, অনুব্রতকে পাঠানো হল জেল হাসপাতালে -BTVNews24


অনুব্রতর দিল্লি যাত্রারঙ্গের শুক্রবারের মতো যবনিকা পড়ল। কোনও আইনি বাধা না থাকলেও এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে গেল না ইডি। উলটে অনুব্রতকে ভর্তি করা হল জেল হাসপাতালে। যার ফলে এখন সবার নজর শনিবার হাইকোর্টের শুনানির দিকে।

শুক্রবার অনুব্রতকে ভার্চুয়ালি আসানসোল আদালতের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। তখন বিচারককে অনুব্রত জানান, তাঁর ফিসচুলা ফেটে গিয়েছে। তা থেকে লাগাতার রক্তপাত হচ্ছে। যার ফলে খুবই কষ্টে আছেন তিনি। ওদিকে কলকাতা হাইকোর্টে অনুব্রতর দিল্লি যাত্রা রুখতে করা আবেদনের শুনানি পিছিয়ে যায়। দিল্লি হাইকোর্টে একই আবেদন করে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন আইনজীবী। যার ফলে বর্তমানে দিল্লিযাত্রা রুখতে অনুব্রতর কাছে কোনও আইনি রক্ষাকচ নেই। এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলেই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু শনিবার সকালে আদালতে শুনানি থাকায় সৌজন্য বজায় রেখে সেই পদক্ষেপ করল না ইডি।

এদিন অনুব্রতকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোল আদালতের বিচারক। আদালতের নির্দেশ আসতেই অনুব্রতকে জেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শুক্রবার রাতে সেখানেই থাকবেন কেষ্টদা। শনিবার বেলা ১১টায় কলকাতা হাইকোর্টের শুনানির ওপর ঝুলে রয়েছে তাঁর দিল্লিযাত্রার ভাগ্য।

বলে রাখি, বিনয় মিশ্রকে অকারণে জেল হেফাজতে পাঠানোয় সম্প্রতি প্রেসিডেন্সি জেলের সুপারকে জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। অনাদায়ে তাঁকে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন বিচারপতি।

 



Source link

Leave a Comment