কিভ: প্রাণচঞ্চল শহরের অস্তিত্বটুকু নেই। চারিদিকে শুধু ছাইয়ের স্তূপ। সূর্যের আলোতেও আঁধারে ঢাকা চারিদিক। একবছরব্যাপী যুদ্ধে ধ্বংস ইউক্রেনের ডনেৎস্ক। সেখানকার এক শহরের ছবি এ বার সামনে আনল ইউক্রেন সরকার, যা দেখে শিউড়ে উঠছে গোটা বিশ্ব (Russia Ukraine War)।
ড্রোন থেকে তোলা ওই ছবি প্রকাশ করেছে ইউক্রেনের বিদেশমন্ত্রক। ডনেৎস্ক (Donetsk Ruins) অঞ্চলের মারিঙ্কা শহরের ছবি সেগুলি। যুদ্ধের আগে ওই শহরে প্রায় ১০ হাজার মানুষের বাস ছিল। কিন্তু যুদ্ধে বাড়িঘর, নির্মাণ সব ধূলিসাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপের জায়গায় জমে রয়েছে শুধু ছাই (Russia Ukraine Conflict)।
ইউক্রেন বিদেশমন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে পাশাপাশি দু’টি ছবি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘ডনেৎস্ক অঞ্চলে অবস্থিত ইউক্রেনের শহর মারিঙ্কা। প্রায় ১০ হাজার মানুষের বাস ছিল সেখানে। শান্তিপূর্ণ শহর ছিল মারিঙ্কা (Marinka Ruins) শান্তিপূর্ণ ছিল…যুদ্ধাপরাধী রাশিয়া সেটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত। ছবিটি বড় করে দেখুন, ধ্বংসস্তূপ ছাড়া কিছু অবশিষ্ট নেই’।
This used to be a city in Ukraine.
New photos and aerial footage show an apocalyptic wasteland where the city of Marinka once stood. https://t.co/VGCZBeECAP pic.twitter.com/gLYNiqwsSo
— VICE World News (@VICEWorldNews) March 6, 2023
আরও পড়ুন: Adenovirus : শিশুদের চিকিৎসার জন্য বুকের এক্সরে, অথচ সেই মেশিনই বন্ধ রইল বি সি রায় হাসপাতালে !
রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে মারিঙ্কায় যৌথ ভাবে আক্রমণ চালায় রুশ সেনা এবং দোনবাসসের বিচ্ছিন্নতাকামী শক্তি। শহরের দখল নেয় তারা। চার মাস পর ইউক্রেনীয় সরকার মারিঙ্কা পুনরুদ্ধার করে যদিও। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে ওই শহরের বাড়িঘর, গাছপালা, পশু-পাখি কিছুই অবশিষ্ট নেই। বিপদ টের পেয়ে আগেই শহর ছেড়েছেন বাসিন্দারা। এই মুহূর্তে যা পরিস্থিতি, অদূর ভবিষ্যতে সেখানে নতুন করে নগরজীবনের সূচনাও সম্ভব নয়।
Ukrainian Marinka in the Donetsk region. It used to be home for around 10,000 people. It used to be a peaceful city. It used to be… until Russia’s war criminals razed it to the ground. Zoom in to see that nothing is left untouched.
Photo: Presidential Office of Ukraine pic.twitter.com/d7xv47jNzq
— MFA of Ukraine 🇺🇦 (@MFA_Ukraine) March 5, 2023
ডনেৎস্ক অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মারিঙ্কা। সড়ক এবং রেলপথে ইউক্রেনের পশ্চিম ভাগের সঙ্গে সংযুক্ত। এই শহর নিয়ে টানাপোড়েন আজকের নয়। রুশ সেনা এবং রুশ মদতপুষ্ট সশস্ত্রবাহিনীর মধ্যে ২০১৪ সাল থেকেই বার বার সংঘর্ষ বেধেছে সেখানে। এক বছরের বেশি সময় ধরে যুদ্ধের ফলে বর্তমানে প্রাণের চিহ্নটুকুও খুঁজে পাওয়া দুষ্কর। ইউক্রেন সরকারের দাবি, শহরে একটি বাড়িও বেঁচে নেই। নতুন করে সবকিছু দাঁড় করানো একেবারেই অসম্ভব।