রাজ্যে ৮,০০০ বন্ধ স্কুল খোলার দাবিতে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক SFI-এর -BTVNews24


রাজ্যে বন্ধ স্কুল খোলা-সহ ৩ দফা দাবিতে ১০ মার্চ বিধানসভা অভিযানের ডাক দিল স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। বুধবার একথা জানিয়েছেন সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্য। একই সঙ্গে ওই দিন ছাত্র ছাত্রীদের ক্লাস বয়কটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৃজনবাবু বলেন, রাজ্যে ৮০০০-এর বেশি স্কুল বন্ধ করার পরিকল্পনা করেছে সরকার। এই পরিকল্পনা থেকে বিরত থাকতে হবে সরকারকে। সমস্ত স্কুলে আগের মতোই পঠনপাঠন চালু রাখার দাবি জানাবে SFI. এছাড়া তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের কলেজ – বিশ্ববিদ্যালেয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আমরা অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি জানাব। সঙ্গে আনিস খানের খুনিদের শাস্তির দাবি জানাব আমরা।

তিনি বলেন, ‘আমাদের কর্মসূচির জেরে পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। আমরা বিধানসভার অধ্যক্ষ ও শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেব। তাঁদের সঙ্গে সুস্থ গণতান্ত্রিক পরিবেশে আলোচনা চাইব।

বলে রাখি, সম্প্রতি প্রকাশিত এক সরকারি নথিতে জানা যায়। ছাত্রসংখ্যা ৩০-এর কম এরকম ৮,০০০ এর বেশি স্কুল বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। যদিও SFI-এর দাবি, বেসরকারি ক্ষেত্রকে সুবিধা করে দিতে পরিকল্পনামাফিক স্কুলগুলি বন্ধ করছে রাজ্য সরকার।

 



Source link

Leave a Comment