কলকাতা : কৌস্তভ বাগচীর (Kaustav Bagchi) গ্রেফতারিকাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শাসক-বিরোধী উভয়পক্ষ থেকেই আসছে চোখা চোখা বাক্যবাণ। সেই সুরেই এবার কৌস্তভকে একহাত নিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘যদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সুস্থ থাকেন, তাহলে অনন্ত ৩০ বছর নেড়া হতে হবে’।
সকালে গ্রেফতার, বিকেলেই জামিন ! মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায়, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতার করেছিল পুলিশ!কিন্তু, আদালতে তাদের কোনও যুক্তি ধোপে টেকেনি ! শনিবার বিকেলেই কৌস্তভকে জামিন দেয় ব্য়াঙ্কশাল কোর্ট! তবে তার মধ্য়েই প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেস। আর পাশে দাঁড়ায় সিপিএম। আর এভাবেই কৌস্তভ বাগচীর গ্রেফতারি ফের একজোট করে তোলে বাম-কংগ্রেসকে। ফলে বঙ্গ রাজনীতি কার্যত আড়াআড়ি ভাগ হয়ে যায় !একদিকে তৃণমূল, একদিকে সিপিএম-কংগ্রেস। এদিকে এই ইস্যুতে একের পর এক মন্তব্য ভেসে আসছে বিজেপির তরফেও।
বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী অধীর চৌধুরীকে ব্য়ক্তিগত আক্রমণ করার ২৪ ঘণ্টা পরই, পাল্টা হুঙ্কার ছেড়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি গ্রেফতার হওয়ার পর, তৃণমূল সরকারের নিন্দায় গর্জে ওঠেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভে নামে কংগ্রেস। মুর্শিদাবাদের একাধিক জায়গায় মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কৌস্তভের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস।
জামিনের পর মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কৌস্তভ বাগচি। বলেছিলেন, ‘আগে মাথার চুল কামাব তারপর কথা বলব। রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল আমি গজাব না।’ সেই মন্তব্য প্রসঙ্গেই এবার কৌস্তভকে একহাত নিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
তিনি বলেন, “যতবার মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুমুখে পড়েছেন, ততবার বোধ হয় কৌস্তভ হোঁচটও খাননি। নেড়া হলে যেটা সমস্যা, নেড়া বেলতলায় একবারই যায়। আর নেড়া রাস্তা দিয়ে গেলে যখন তখন উপর থেকে কাক-পায়রার সবকিছু মাথায় পড়ে। সৌমিত্র খাঁও বলেছিলেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমি নেড়া…এখন ফুরফুর করে চুল উঠছে। আমার মনে হয়, নেড়া হলে একটা হবে আপনার সেলুনের খরচা বাড়বে ।” এরপরই কৌস্তভকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটুকু আপনাকে বলি যে, অনন্ত ৩০ বছরের প্রোগ্রাম নিয়ে রাখুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন, তাহলে অনন্ত ৩০ বছর নেড়া হতে হবে।”
আরও পড়ুন ; মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না উৎখাত করতে পারছি, আমার মাথার চুল গজাব না, জামিনের পর বললেন কৌস্তভ