ব্যাপক দুর্নীতি! অভিযুক্তদের শাস্তি না হলে আবাস যোজনার এক পয়সা পাঠাবে না দিল্লি -BTVNews24


আবাস যোজনার ঘর বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতিতে যারা যুক্ত তাদের শাস্তিবিধান না করলে বরাদ্দ টাকা পাঠাবে না কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে একথা জানাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর। চিঠিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় দলের পরিদর্শনে এরাজ্যে আবাস যোজনায় একাধিক বেনিয়ম উঠে এসেছে। এমনকী প্রকল্পের নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে।

গ্রামোন্নয়ন দফতর থেকে লেখা চিঠিতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানানো হয়েছে, আবাস যোজনার তালিকায় প্রায় ১০ লক্ষ ভুয়ো নাম ঢোকানো হয়েছিল। এই কাজের সঙ্গে যারা যারা যুক্ত তাদের শাস্তি না দেওয়া পর্যন্ত এক পয়সা পাঠাবে না কেন্দ্র। চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় দলের পরিদর্শনে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একের পর এক বেনিয়ম ধরা পড়েছে। এমনকী প্রকল্পের নাম বদলে করে দেওয়া হয়েছে ‘বাংলা আবাস যোজনা’। এই দুর্নীতির কারিগরদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে তা ১০ মার্চের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্যকে।

গত নভেম্বরে পশ্চিমঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ১১ লক্ষ ৩৪ হাজার বাড়ি তৈরির জন্য ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রের ভাগের ৭,৮০০ কোটি টাকা দিতে তারা তৈরি বলেও জানানো হয়। রাজ্য সরকার ৩১ মার্চের মধ্যে সমস্ত কাজ শেষ করতে চায়। কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যারা আবাস যোজনার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে টাকা পাঠানো হবে না।

এই নিয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকার ৫ জানুয়ারি জানিয়ে দিয়েছে আবাস যোজনার ৫০ লক্ষ আবেদনের মধ্যে ১৭ লক্ষ ভুয়ো আবেদন বাতিল করা হয়েছে। কিন্তু দিল্লি এখন নতুন শর্ত দিচ্ছে যার আবাস যোজনার নথিতে উল্লেখ নেই। পঞ্চায়েত ভোটের আগে যাতে রাজ্যে আবাসের ঘর তৈরি না হয় সেজন্য তারা এই কাজ করছে।’

 



Source link

Leave a Comment