বিসি রায় হাসপাতালে আবার দুই শিশুর মৃত্যু, জ্বর–শ্বাসকষ্ট নিয়ে ভর্তির পর কি ঘটল? -BTVNews24


আবার দুই শিশুর মৃত্যু হল বিসি রায় শিশু হাসপাতালে। আর আতঙ্ক ছড়িয়ে পড়ল অ্যাডিনোভাইরাস নিয়ে। জ্বর, নিউমোনিয়া নিয়ে গত মঙ্গলবার ভর্তি হয়েছিল বনগাঁ মালঞ্চর বাসিন্দা চার মাসের শিশু আরমান গাজি। পরিস্থিতি বেগতিক হওয়ায় শিশুকে ভেন্টিলেশনে হয়েছিল। একমাস আগে পক্সেও আক্রান্ত হয়েছিল আরমান। তখন তাঁকে ভর্তি করা হয়েছিল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে। আজ, রবিবার ভোর ৪টে নাগাদ মৃত্যু হয় শিশু আরমানের।

এখানেই আতঙ্কের শেষ হয়নি। মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার শিশু আতিফা খাতুন। গত রবিবার জ্বর–সর্দি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। তারপর থেকে চিকিৎসা চলছিল। কিন্তু, কয়েকদিন চিকিৎসা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। বরং অবনতির দিকেই এগিয়ে যাচ্ছিল বলে দাবি শিশুর পরিবারের সদস্যদের। আজ, রবিবার সকাল ৬টা নাগাদ শিশুর মৃত্যু হল। বয়স এক বছর সাত মাস বলে জানা গিয়েছে।

এদিকে রবিবার এই দুই শিশুর মৃত্যুর খবর জানানো হয় তাঁদের পরিবারকে। দুজনেই জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আতিফার পরিবারকে গতকাল প্লেটলেট আনতে বলা হয়েছিল। কারণ ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। একসঙ্গে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। যদিও ঠিক কী কারণে মৃত্যু হয়েছে?‌ তা পরিষ্কার করে জানানো হয়নি পরিবারকে বলে অভিযোগ। তবে এখনও দেখা যাচ্ছে মৃত্যু অব্যাহত রয়েছে বিসি রায় শিশু হাসপাতালে।

অন্যদিকে কয়েকদিন আগে ব্লাড ব্যাঙ্ক বন্ধ থাকায় বিসি রায় শিশু হাসপাতালে সমস্যায় পড়তে দেখা গিয়েছিল শিশুর পরিবারদের। সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় জোর চর্চা। গত বুধবার বনগাঁ থেকে আট দিনের এক শিশুকন্যাকে বিসি রায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু বিসি রায় হাসপাতালে এসে রক্ত না পেয়ে চরম সমস্যায় পড়ে পরিবার। এই খবর সংবাদমাধ্যমে দেখাতেই বিসি রায় হাসপাতালে চালু হয়ে যায় ২৪ ঘণ্টার জন্য ব্লাড ব্যাঙ্ক পরিষেবা। এতদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত পাওয়া যেত এই পরিষেবা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup



Source link

Leave a Comment