নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ৭৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে, গ্রেফতার করল পুলিশ -BTVNews24


কলকাতা লাগোয়া হরিদেবপুরে নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ উঠল পাড়ারই বৃদ্ধ দোকানির বিরুদ্ধে। শনিবার অভিযোগ পেয়ে অভিযুক্ত ৭৫ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসোর ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে রবিবার আদালতে পেশ করবেন তদন্তকারীরা।

শনিবার হরিদেবপুরের রামকৃষ্ণ নগরের ঘটনা। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন পাড়ারই একটি দোকানে পেন কিনতে গিয়েছিল নাবালিকা। তখন তাকে দোকানের ভিতরে ডাকেন বৃদ্ধ দোকানি। দীর্ঘদিনের পরিচিতির সুবাদে দোকানে ঢুকতে দ্বিধা করেনি নাবালিকা। অভিযোগ, নাবালিকা দোকানে ঢুকতেই তাকে যৌন হেনস্থা করেন দোকানি। কোনও ক্রমে দোকান থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে সে। এর পর পরিবারের সদস্যদের সব কথা খুলে বলে। ঘটনার অভিঘাতে কার্যত ভেঙে পড়ে কিশোরী।

এর পর হরিদেবপুর থানার দ্বারস্থ হন নাবালিকার পরিবারের সদস্যরা। ৭৫ বছরের বৃদ্ধ দোকানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হয় হরিদেবপুর থানা। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানি ও পকসো আইনের ধারায় মামলা রুজু করে তারা। এর পর রামকৃষ্ণ কলোনিতে পৌঁছন পুলিশ আধিকারিকরা। বৃদ্ধকে গ্রেফতার করে থানায় নিয়ে যান তাঁরা। অভিযোগ অস্বীকার করেছে বৃদ্ধের পরিবার। তাদের দাবি, বৃদ্ধের বিরুদ্ধে পুলিশে এর আগে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রতিহিংসা থেকে অভিযোগ দায়ের করা হয়ে থাকতে পারে।

রাজ্যে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা নতুন নয়। তবে প্রতি ক্ষেত্রেই পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হাঁসখালি গণধর্ষণের ঘটনার পর থেকে এব্যাপারে বিশেষ তৎপর হয়েছে পুলশ প্রশাসন।

হরিদেবপুর থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতকে রবিবার আদালতে পেশ করে হেফাজতে চাওয়া হবে।

 



Source link

Leave a Comment