ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া নবান্ন, সরকারি কর্মীদের হাজিরা নিয়ে নয়া নির্দেশ – BTVNews24


সুমন ঘড়াই, হাওড়া : ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া হল নবান্ন। একবার নয়, শুক্রবার সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

 কর্মীদের হাজিরার নথি

শুক্রবার সকালে এই সার্কুলার জারি করেছে নবান্ন। যেখানে সমস্ত জেলার DM ও সব দফতরের বিভাগীয় প্রধানদের পৌনে ১১টা, বেলা ১২টা, দুপুর দেড়টা ও বিকেল ৫টায় কর্মীদের হাজিরার নথি তৈরি করতে বলা হয়েছে। যে কর্মীরা কাজে যোগ দেননি, তাঁদের অনুপস্থিতির কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্দেশিকায় কী বলা হয়েছে

 এর আগে বৃহস্পতিবার রাজ্য সরকার নির্দেশিকা জারি করা হয়। অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় এবারও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। একই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভাও।  

কিন্তু সকাল থেকেই বিভিন্ন সরকারি দফতরে কম উপস্থিতি  চোখে পড়েছে। খাদ্য ভবন থেকে রাইটার্স বিল্ডিং, পুরসভা থেকে বিকাশ ভবন, সর্বত্রই কম উপস্থিতি।  অন্যদিকে বকেয়া DA-র দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার শহিদ মিনারে ৪৩তম দিনে পড়ল সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। পাশাপাশি ২৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের একাংশ।



Source link

Leave a Comment