দিল্লি যাত্রা রুখতে অনুব্রতর ভরসা হাইকোর্ট, কালই আবেদনের সম্ভাবনা -BTVNews24


দিল্লি যাত্রা আটকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন গরুপাচারকাণ্ডে জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে বিচারপতি বিবেক গুপ্তার বেঞ্চে আবেদন করতে চলেছেন তিনি। তাঁর হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী কপিল সিব্বল।

বৃহস্পতিবারই অনুব্রত মণ্ডলকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করার অনুমতি দিয়েছে আসানসোল আদালত। তার পরই অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে শুরু হয়েছে তোড়জোড়। অনুব্রতর শারীরিক পরীক্ষা শুরু হয়েছে বলে সূত্রের খবর। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে আবেদনের প্রস্তুতি শুরু করেছেন অনুব্রত। আসানসোল আদালতের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে শুক্রবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তিনি।

সূত্রের খবর, বিচারপতি বিবেক গুপ্তর এজলাসে আবেদন করছেন অনুব্রত। সিঙ্গল বেঞ্চে আবেদন খারিজ হলে আরও বড় আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। দরকারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি।

গত ১৯ ডিসেম্বর অনুব্রতকে পেশ করার নির্দেশ জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। পরদিন ২০ ডিসেম্বর সকালে ইডি অনুব্রতকে হেফাজতে নেওয়ার আগেই তাঁকে হেফাজতে নেয় দুবরাজপুর থানা। শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূল নেতার করা খুনের চেষ্টার অভিযোগে তাঁকে হেফাজতে নেয় তারা। তার পর ৭ দিন পুলিশ হেফাজতে থেকে জেলে ফেরেন তিনি। এর মধ্যে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ খারিজের দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। অনুব্রতর আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

সম্প্রতি রাউস অ্যাভিনিউ আদালত ইডির কাছে জানতে চায়, কেন তারা অনুব্রতকে আদালতে পেশ করেনি। এর পর অনুব্রতকে হেফাজতে চেয়ে আসানসোল আদালতে আবেদন করে ইডি। বৃহস্পতিবার ইডির আবেদন মঞ্জুর করেছে আসানসোল আদালতের বিচারক।

 



Source link

Leave a Comment