ডিভাইডারে ধাক্কা মারল আরাবুলের ছেলের গাড়ি, থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু -BTVNews24


বাড়ি ফেরার পথে ইএম বাইপাসে পথ দুর্ঘটনার কবলে পড়লেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে ঢুকে একটি গাড়িকে ধাক্কা দেন। দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ জখম হননি। রাতে বেপরোয়া গতিতে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের হাকিমুল ইসলাম। গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই বলে পথচলতি মানুষের দাবি। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর একটি গাড়িকে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছন আরাবুল ইসলাম।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বেশি রাতে হাকিমুলই একটি সাদা রঙের টয়োটা ফরচুনা চালিয়ে সায়েন্স সিটির দিক থেকে ভাঙড়ের উদ্দেশে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন। পাশের সিটে ছিলেন তাঁর এক বন্ধু। রাত ১১টা নাগাদ ইএম বাইপাসে মেট্রোপলিটনের সিগন্যাল পার করেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে ডিভাইডারে ধাক্কা দেন। ডিভাইডারের রেলিং ভেঙে তাঁর গাড়ি উল্টোদিকের লেনে চলে যায়। ওই লেনে সায়েন্স সিটিগামী একটি গাড়িকেও ধাক্কা দেন। ওই গাড়ির পিছনের আসনে তিনজন যাত্রী ছিলেন। হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। হাকিমুল ইসলাম দ্রুতগতিতে লেন পরিবর্তন করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইএম বাইপাসের গার্ডরেল ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। গার্ডরেল টপকে অপর দিকে চলে গিয়ে আর একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। দুটি গাড়িরই সামনের দিকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়িঘাটার দিক থেকে সায়েন্সসিটির দিকে আসা গাড়ির চালক জানাচ্ছেন, উল্টোদিক থেকে আসা গাড়িটির গতি বেশি ছিল।

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলিকে সরিয়ে নিয়ে গিয়েছে। কেমন করে এই দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে যেভাবে দুটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে সংঘর্ষের তীব্রতা যথেষ্ট বেশি ছিল বলেই অনুমান করা হচ্ছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। তবে রাতের কলকাতায় আবার এমন পথ দুর্ঘটনায় আতঙ্কিত পথচলতি মানুষজন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup



Source link

Leave a Comment