কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে খোঁজ পাওয়া গেল আরও ১ রহস্যময়ীর, তলব ED-র -BTVNews24


নিয়োগ দুর্নীতির তদন্তে এবার এক বিউটি পার্লার মালিককে তলব করল ইডি। সূত্রের খবর, এই মহিলার মাধ্যমে পার্লার ব্যবসায় টাকা খাটাতেন কুন্তল ঘোষ। সেকথা জানতে পেরেই সোমা চক্রবর্তী নামে দক্ষিণ কলকাতার ওই বাসিন্দাকে তলব করেছেন গোয়েন্দারা। তাঁর কাছে লেনদেনের ব্যাপারে জানতে চাইবেন তদন্তকারীরা।

কুন্তলের গ্রেফতারির পর তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি পরীক্ষা করে গোয়েন্দারা জানতে পারেন, সোমার অ্যাকাউন্টে কুন্তলের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা লেনদেন হয়েছে। সেই টাকা কি সোমার পার্লার ব্যবসায় নিয়োগ হয়েছে, না কি অন্য কোনও ব্যবসায় নিয়োগ করেছেন তিনি তা জানতে চান গোয়েন্দারা। তদন্তকারীদের অনুমান যে পরিমাণ টাকা সোমার অ্যাকাউন্টে গিয়েছে তা শুধু পার্লার ব্যবসায় লাগেনি। সোমার অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য ব্যবসাতেও নিয়োগ করেছেন কুন্তল।

গত ২০ জানুয়ারি কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকে উঠে এসেছে একের পর এক নাম। কখনও গোপাল দলপতি, নীলাদ্রি ঘোষের নাম করেছেন তিনি। কখনো আবার প্রকাশ্যে এনেছেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। এবার সেই তালিকায় যোগ হল ‘সোমা চক্রবর্তী’।

ইডির তলব পেয়ে শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সোমা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন গোয়েন্দারা।



Source link

Leave a Comment