উল্টোডাঙা ও গড়িয়ায় নজরদারি বাড়াচ্ছে লালবাজার, হঠাৎ কেন এমন উদ্যোগ? -BTVNews24


ঝাঁ–চকচকে ইএম বাইপাস কলকাতার গতি বাড়াতে অনেকটাই কার্যকর করেছে। তবে এই ই–এম বাইপাসের দু’প্রান্তই দুর্ঘটনার ভ্রুকুটি তৈরি করছে। বাইপাসের দু’প্রান্ত কলকাতা পুলিশের উল্টোডাঙা (উত্তর) এবং গড়িয়া (দক্ষিণ) ট্রাফিক গার্ডের অন্তর্গত। কলকাতা পুলিশ সূত্রে খবর, বাইপাস সংলগ্ন এই দু’টি এলাকায় মাত্রাতিরিক্ত গতির প্রবণতা সবচেয়ে বেশি। এমনকী ফেব্রুয়ারি মাসে এই দুই এলাকাতেই ‘ওভার স্পিডিং’–এর ধারায় ৩২টি করে কেস লিখেছে পুলিশ। যা কলকাতার যে কোনও এলাকার থেকে অনেকটাই বেশি। তাই বাইপাসের দু’প্রান্তে ‘গতির খেলা’ রুখতে নজরদারি বাড়াচ্ছে লালবাজার।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ কলকাতা পুলিশ সূত্রে খবর, উত্তর কলকাতা ও উত্তর শহরতলির সংযোগস্থল উল্টোডাঙা। এখানে মিলিত হয়েছে ভিআইপি রোড। তাই ভিআইপি রোডের গতির রেশ কিছুটা থাকছে বলে জানাচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। হাডকো ক্রসিং টপকে ইএম বাইপাসে ঢুকতে গতি দৌরাত্ম্য দেখা দেয়। ফেব্রুয়ারি মাসে ওই এলাকায় গতিসীমা লঙ্ঘনের অভিযোগ মারাত্মকভাবে উঠেছে। দৈনিক গড়ে প্রায় ১৬টি করে মামলা দায়ের করে ট্রাফিক বিভাগ। যা উত্তর কলকাতা ও উত্তর শহরতলির যেকোনও সংযোগস্থলের তুলনায় অনেকটাই বেশি। এমনকী উল্টোডাঙা ট্রাফিক গার্ড এলাকায় ‘ওভার স্পিডিং’য়ের অভিযোগে ৭৫টি কেস করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ উত্তরের পর দক্ষিণেও একই অভিযোগ রয়েছে। দক্ষিণ–পূর্ব কলকাতার গড়িয়ায় মিলিত হয়েছে সাউদার্ন বাইপাস এবং ইএম বাইপাস। সেখানেও রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ এলাকার সংযোগস্থলে মোটরবাইকে বিপজ্জনক গতিতে যাওয়ার প্রবণতা যথেষ্ট বলেই জানাচ্ছে পুলিশ। দক্ষিণে ইএম বাইপাসের শেষ অংশ গড়িয়া ট্রাফিক গার্ডের অন্তর্গত। সেখানেও উল্টোডাঙার মতোই দৃশ্য দেখা যায়। সুতরাং কেসের সংখ্যাও প্রায় কাছাকাছি।

লালবাজার কী তথ্য পেয়েছে?‌ লালবাজারের সংখ্যাতত্ত্ব অনুযায়ী, গোটা ফেব্রুয়ারি মাসে মাত্রাতিরিক্ত গতি তোলার অভিযোগে গড়ে দৈনিক ১৬টি করে কেস করেছে ট্রাফিক গার্ডের অফিসাররা। ৬–১২ ফেব্রুয়ারি পথ নিরাপত্তা সপ্তাহে গড়িয়া ট্রাফিক গার্ড এলাকায় গতিসীমা লঙ্ঘনের অভিযোগে মোট ১২৭টি কেস করা হয়েছে। যা গোটা শহরের মধ্যে সর্বাধিক। তাই বাইপাসের দু’প্রান্তে এমন গতির দৌরাত্ম্য ঠেকাতে উদ্যোগী হয়েছে লালবাজার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই এলাকায় বাড়তি নজরদারি চালানো হবে। এনকী উল্টোডাঙা ও গড়িয়া ট্রাফিক গার্ড এলাকায় সারপ্রাইজ নাকা চেকিং করা হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup



Source link

Leave a Comment