উমেশ পাল হত্যাকাণ্ডের অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে কলকাতায়, বাংলায় এল UP পুলিশ -BTVNews24


২০০৫ সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডের মূল সাক্ষী ছিলেন উমেশ পাল। সেই উমেশ পালকেই সম্প্রতি খুন করে দুষ্কৃতীরা। এই উনেশ পালের হত্যার তদন্তে নেমে একের পর এক এনকাউন্টার করে চলেছে উত্তরপ্রদেশ পুলিশ। উমেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত শুটার বিজয় কুমার ওরফে ওসমান চৌধুরী এবং আরবাজকে ইতিমধ্যেই এনকাউন্টারে খতম করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এবার এই মামলার সঙ্গে যুক্ত আরও অভিযুক্ত খোঁজে কলকাতায় পাড়ি দিলেন উত্তরপ্রদেশ পুলিশের গোয়েন্দারা। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে উমেশ পালকে। সেই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল একটি ৯ মিলিমিটার পিস্তল, স্প্রিংফিল্ড রাইফেল এবং হাতবোমা। (আরও পড়ুন: এবার কলকাতাতেও খুলতে চলেছে ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’, বড় ঘোষণা মমতার)

এদিকে উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার জানান, উমেশ পাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্তরা কলকাতায় লুকিয়ে থাকতে পারেন। এই তথ্য জানার পরই কলকাতায় তদন্তকারীদের একটি দল পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিধায়ক হত্যাকাণ্ডে সাক্ষী হওয়ার কারণেই উমেশের ওপর হামলা করা হয়েছিল। তবে এর নেপথ্যে অন্য কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারে খতম হওয়া ওসমানই প্রথম গুলি চালিয়েছিল উমেশের ওপর। হামলার সঙ্গে যুক্ত অপর এক দুষ্কৃতীকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম গুড্ডু মুসলিম। সে বোমা ছুড়েছিল উমেশকে লক্ষ্য করে।

এদিকে তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছেন যে কলকাতার বন্দর এলাকায় স্থানীয় মাফিয়ার মদতে গা ঢাকা দিয়েছে উমেশ পাল হত্যাকাণ্ডে জড়িত বাকি অভিযুক্তরা। জানা গিয়েছে, কলকাতা পুলিশের এক অবসরপ্রাপ্ত আধিকারিকের থেকে সাহায্য নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। এই অবসরপ্রাপ্ত আধিকারিক এর আগে বহুবার উত্তরপ্রদেশ থেকে কলকাতায় পালিয়ে আসা দুষ্কৃতীদের ধরিয়ে দিতে সাহায্য করেছিলেন। তাই তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উমেশ পাল হত্যাকাণ্ডের বাকি অভিযুক্তদের ধরতে চাইছে যোগী রাজ্যের পুলিশ। এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ তদন্তকারী দলও সাহায্য করছে উত্তরপ্রদেশ পুলিশকে। এই অভিযুক্তদের ধরতে মোট ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে।



Source link

Leave a Comment