১। নিউটাউনে যকের ধনের হদিশ (Money Recovered)। সংকল্প হাউজিংয়ের দুটি টাওয়ারে কল সেন্টার প্রতারণাচক্রের পর্দাফাঁস। মোট ৩ কোটি ৯৬ লক্ষ টাকা উদ্ধার, বাজেয়াপ্ত বিলাসবহুল গাড়ি (Kolkata News)।
২। হাওয়ালা, ক্রিপ্টো কারেন্সি, বিদেশি নাগরিকদের প্রতারণার ফাঁদ। নিউটাউনে টাকার পাহাড়ের হদিশ। চারটি ট্রলি ব্যাগের মধ্যে বান্ডিল বান্ডিল নোট, সোনা।
৩। দোলে দিল্লিযাত্রা কেষ্টর (Anubrata Mondal)। রাজধানীতে মধ্যরাতের টানটান নাটকের পর অনুব্রতকে ইডির দফায় দফায় জেরা। টাকার উৎস কী ? জানতে চায় ইডি (Cattle Smuggling Case)।
৪। কয়েক বছরের মধ্যে কীভাবে রকেট গতিতে অনুব্রতর সম্পত্তি বৃদ্ধি ? কোন পথে টাকা ? রোজগারের উৎস কী ? সুকন্যা ও ঘনিষ্ঠদের বয়ানকে হাতিয়ার অনুব্রতকে প্রশ্নবাণ ইডির।
৫। “আমাকে দিন, বীরভূমে এক মাস থেকে ভোট করতে রাজি, অনুব্রতর তৈরি গড় একটা তিহাড় বদলাতে পারবে না”, বললেন মদন মিত্র।
৬। মুখ্যমন্ত্রীর থেকেও নিজেকে যোগ্য ভাবেন, প্রতিক্রিয়া সুজনের। সাগরদিঘিতে ডুবেছে, সাগরে ডুববে, কটাক্ষ শমীকের। অনুব্রত বাইরে থাকলেই বা কি, ভিতরে থাকলেই বা কি ? প্রতিক্রিয়া দেবাংশুর।
৭। সংগঠনের কোনও পরিবর্তন হবে না, অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না, অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে মন্তব্য কাজল শেখের।
পরিশ্রম করে দল তৈরি করেছেন, অনুব্রতর ভূমিকা ছিল আছে থাকবে, প্রতিক্রিয়া বীরভূমের তৃণমূলের সহ সভাপতির। অনুব্রতর প্রভাবমুক্ত হয়ে ভুলভাল কথা কাজলের, কটাক্ষ বিজেপির।
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডি দফতরে তলব সোমা চক্রবর্তীকে। ৬-৭ মাসের সম্পর্কেই ব্যবসার কারণে ৫০ লক্ষ টাকা ধার দেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল। দাবি সোমার।
১০ মার্চ বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাক আন্দোলনরত সরকারি কর্মীদের। একইদিনে বিধানসভা অভিযানের ডাক এসএফআইয়ের। বাম জমানায় কালো দিনের প্রায়শ্চিত্ত, কটাক্ষ কুণালের।
অ্যাডিনো আতঙ্ক বাড়িয়ে কলকাতায় আরও ১৩ শিশুমৃত্যু। বেসরকারি পরিসংখ্যানে ২ মাসে ১২৬ শিশুর মৃত্যু। ভাইরাসজনিত কারণে এরকম হবে, জানা ছিল না। স্বীকার স্বাস্থ্য অধিকর্তার।