আবারও বল হাতে আগুন ঝরাচ্ছেন বাংলার সাইকা, এক ওভারেই ফেরালেন ডিভাইন, কাসাতকে – BTVNews24


মুম্বই: ডব্লিউপিএলের (WPL 2023) প্রথম ম্যাচেই ১৪৩ রানের বিরাট ব্যবধানে গুজরাত জায়ান্টসকে হারিয়ে নিজেদের অভিযান শুরু করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। অপরদিকে, গতকালই দিল্লি ক্যাপিটালসে কাছে ৬০ রানে পরাজিত হতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে (Royal Challengers Bangalore)। নিজেদের মরসুমের দ্বিতীয় ম্যাচে আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। টুর্নামেন্টের পাঁচ দলের মধ্যে এই দুই দলের অধিনায়কই ভারতীয়। একদিকে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন মুম্বইকে, অপরদিকে জাতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানাকে আরসিবির অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে দেখা যাবে। 

মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে। আরসিবির লক্ষ্য মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তোলা। দুই দলেই তারকার কমতি নেই। তাই দর্শকরা এক হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশা করতেই পারেন।



Source link

Leave a Comment