অযোগ্যদের জায়গা দিয়ে যোগ্য প্রার্থীদের নম্বর কমিয়েছে সুবীরেশরা, ধরা পড়ল আদালতে -BTVNews24


শুধু অযোগ্যদের নম্বর বাড়ানোই নয়, নিয়োগ দুর্নীতিতে যোগ্য প্রার্থীদের নম্বর কমানোও হয়েছে। আদালতে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে গ্রুপ সি মামলার শুনানিতে উঠে আসে এই তথ্য। এর পর SSC-কে গ্রুপ সির ৩,৪৭৮টি OMR শিট প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সঙ্গে সুবীরেশকে কড়া জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার আদালতে হলফনামা দিয়ে SSC স্বীকার করে গ্রুপ সির OMR শিটেও কারচুপি হয়েছে। হলফনামা হাতে নিয়ে বিচারপতি দেখেন, সেখানে OMR শিচ পরীক্ষাকারী সংস্থা নাইসার সারভারে যার নম্বর ৪০, কমিশনের সারভারে তার নম্বর ১০। কী করে এই ঘটনা ঘটল তা SSC-র কাছে জানতে চান বিচারপতি। তখন SSC-র আইনজীবী বলেন, অযোগ্যদের সুযোগ করে দিতে সেই সময় SSC-র দায়িত্বে থাকা কর্তারা এই কাজ করে থাকতে পারেন। এর পর গ্রুপ সির ৩,৪৭৮টি OMR শিট ৯ মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি। এর মধ্যে ৩০০টি OMR শিট বাদ দিয়ে বাকিগুলিতে কারচুপি হয়েছে বলে স্বীকার করে নিয়েছে SSC.

এদিন আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এই দুর্নীতি যখন হয়েছে তখন এসএসসির সভাপতি ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তাকে দফায় দফায় জেরা করা উচিত সিবিআইয়ের।

 



Source link

Leave a Comment